জয় দিয়ে নেশন্স লিগ শুরু পর্তুগালের; রোনালদোর ৯০০ গোল

বয়স ৩৯ পূর্ণ হয়েছে গেল ফেব্রুয়ারিতে, সামনে আরেকটা ফেব্রুয়ারি। এই বয়সেও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগে তার গোলেই জয় নিশ্চিত করেছে পর্তুগাল। ২-১ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা।

ইউরোপের জাতীয় দলকে নিয়ে দ্বি-বার্ষিক এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয় ২০১৮-১৯ মৌসুমে। সে আসরের ফাইনাল হয়েছিলো পর্তুগালের মাটিতে। ফাইনালের স্বাগতিক দল হিসেবে প্রথম শিরোপা জিতে নেয় পর্তুগাল। পরের দুই মৌসুমে শিরোপা জেতে ফ্রান্স ও স্পেন।

লিসবনে অনুষ্ঠিত ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। দিয়োগো দালাতের গোলের পর ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ান সিআর সেভেন। ক্যারিয়ারে এটি তার ৯০০তম গোল।

২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ৪১তম মিনিটে আত্নঘাতি গোল করেন ম্যাচের পর্তুগালকে শুরুতেই এগিয়ে নেয়া দিয়োগো দালাত। ম্যাচের বাকিটা সময় আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

ক্রোয়েশিয়ার হয়ে লুকা মড্রিচ বেশ কয়েকবার গোলের খুব কাছে গিয়েছিলেন। কিন্তু সফল হননি। বিশেষকরে ১৪তম মিনিটে তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

লিগ এ এর গ্রুপ ওয়ানে পর্তুগাল ও ক্রোয়েশিয়া ছাড়াও আছে স্কটল্যান্ড ও পোল্যান্ড। বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে পোলিশরা।

Exit mobile version