জয় দিয়ে বছর শেষ করছে ম্যান ইউ

ইপিএল

Man United vs Aston Villa Live Resul 3-2

বছরের শেষ ম্যাচে নাটকীয় জয় পেয়েছে নিজেদের হারিয়ে খুঁজে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার নিজেদের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা সাবেক চ্যাম্পিয়নরা হঠাৎ করে পূর্ণ পয়েন্ট পেয়ে যায়। দুই গোলে পিছিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান যে অবস্থা তাতে করে এ ম্যাচে যে তারা ঘুরে দাঁড়ানোর চিন্তাও বিলাসিতা। ২৬ মিনিটের মধ্যে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা ২-০ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আলেজান্দ্রো গারনাচো। পরে রাসমাস হোলুন্ড মূল্যবান জয়সূচক গোলটি করেন। প্রিমিয়ার লিগে এটা তাদের প্রথম গোল।

ম্যাচে যে ম্যানইউয়ের ফেরা নিয়ে সমর্থকরা আশাবাদী ছিলেন না তার প্রমাণ বিরতির সময় তারা ভালোভাবেই দিয়েছে। বিরতির সময় যখন ম্যানইউয়ের খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফেরার সময় সমর্থকরা তাদের দুয়োধ্বনি দিয়েছে।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের ছয়ে উঠলো রেড ডেভিলরা। ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। ১৯ ম্যাচে এটি তাদের দশম জয়। অন্যদিকে দুর্ভাগা বলা যায় অ্যাস্টন ভিলাকে। দারুণ সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষদিকে নিজেদের অবস্থান আরো সুসংহত করার। কিন্তু দুই গোলে এগিয়ে থেকেও পারেনি। সবধরণের প্রতিযোগিতায় গত ১১ ম্যাচে এটা তাদের প্রথম হার। ৩৯ পয়েন্ট নিয়ে এখন তারা তৃতীয় স্থানে। তাদের ওপর রয়েছে শুধু লিভারপুল ও আর্সেনাল।

ম্যাচে ২১ মিনিটে ম্যাকগিন ফ্রি কিক থেকে গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে নিয়েছিলেন।

পাঁচ মিনিট পর কর্নার কিক থেকে ক্লেমেন্ত লেংলেন্ট ব্যবধান দ্বিগুন করেন। আর তখনই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে নবম হার চোখ রাঙাচ্ছে।

এরই মাঝে ৫৯ মিনিটে গারনাচো প্রথম গোল করেন।

৭১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে সমতা ফেরান গারনাচো।

৮২তম ‍মিনিটে রাসমাস করেন জয়সূচক গোল।

Exit mobile version