জয় দিয়ে শুরু ব্রাদার্সের; ইশরাকের অভিনন্দন

প্রিমিয়ার লিগ ফুটবল

দলীয় ফটোসেশনে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১৭তম আসরে জয় দিয়ে শুরু করলো ব্রাদার্স ইউনিয়ন। মুন্সিগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শক্তিশালী পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে রাজধানীর গোপীবাগের ক্লাবটি। ম্যাচের উভয়ার্ধে জয়ী দলের পক্ষে একটি করে গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড ম্যাডি সিসে ও জাকারিয়া ডারবো। পুলিশের পক্ষে একটি গোল শোধ করেন মানিক হোসেন মোল্লা।

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরুর পর ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন ক্লাবটির আহ্বায়ক কমিটির প্রধান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালা বদলের অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাককে প্রধান করে ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দায়ীত্ব নিয়েই ক্লাবটিকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক।

দেশের ফুটবলে একসময় দাপুটে ক্লাব হলেও বর্তমানে ক্ষয়িষ্ণু শক্তি ব্রাদার্স ইউনিয়ন। ২০২০-২১ মৌসুমে শীর্ষ পর্যায় থেকে অবনমনের পর পরের মৌসুমে ফিরলেও গত মৌসুমেও তারা দ্বিতীয় স্তরে নেমে যায়। কিন্তু বাফুফে’র বিশেষ বিবেচনায় তাদের পেশাদার লিগে খেলার অনুমতি দেয়া হয়।

প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে চলতি মৌসুমে ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবটির কর্তারা। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লাবটির দায়ীত্বে এসেছেন বিএনপি’র তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। প্রথম ম্যাচে পুলিশ এফসি’র বিপক্ষে জয় পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক।

মুন্সিগঞ্জে অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Exit mobile version