জয় পেতে ইয়ামালকে থামাতে হবে: ইনজাঘি

লামিনে ইয়ামাল

বার্সেলোনাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইন্টার মিলান। সে স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সামর্থ্য আছে ইতালিয়ান ক্লাবটির। দলটির কোচ সিমোন ইনজাঘি এমনটা মনে করেন। তবে একটা শর্তও জুড়ে দিয়েছেন তিনি। বার্সেলোনাকে টপকে ফাইনালে যেতে হলে বার্সার তরুণ তারকা লামিয়ে ইয়ামালকে থামাতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

সেমিফাইনালের প্রথম ৩-৩ গোলে ড্র করেছিল ইন্টার মিলান। সে ম্যাচে বার্সেলোনার হযে প্রথম গোল করেছিলেন এই ইয়ামাল। সে কথা স্মরণে এনে ইনজাঘি বলেন, তাকে বলের কাছ থেকে দুরে রাখতে হবে। এটা অবশ্য এক অসম্ভব কাজ। ১৭ বছরের এই তরুণ অসম্ভব মেধাবী। তার ওপর আমাদের সর্বক্ষণ নজরদারি করতে হবে।’

ইয়ামালের বিষয়ে সতর্ক করে ইনজাঘি আরও বলেন, মাঠে সে খুবই বিপদজনক। প্রত্যেকেই তার কাছে বল দিতে চায়। তার চিন্তাধারা খুবই দ্রুত। তার এই বিষয়টি আমাকে মুগ্ধ করে। এমনকি বল তার কাছে আসার আগেই পরবর্তী করণীয় সম্পর্কে সে পরিকল্পনা করে ফেলে।

ইয়ামালকে নিষ্ক্রিয় করে রাখার দায়িত্বটা সম্ভবত আলেসান্দ্রো বাস্তোনিকে পালন করতে হবে। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো তিনি ইয়ামালের মুখোমুখি হয়েছিলেন। সে সময়ের ইয়ামাল থেকে বর্তমান ইয়ামাল অনেক বেশি পরিণত বলে মনে করেন বাস্তোনি। তিনি বলেন, আমি সেরা সেরা অনেক খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। তবে বয়সের বিচারে ইয়ামাল সেরা।

Exit mobile version