জর্জির পর ট্রিস্টান স্টাবসেরও অভিষেক সেঞ্চুরি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান উৎসব চলছে। তাও দুই ব্যাটার তুলে নিলেন তাদের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। টনি ডি জর্জি অষ্টম টেস্ট ম্যাচ খেলতে নেমে পেলেন ম্যাজিত অঙ্কের দেখা। আর ট্রিস্টান পেলেন ৫ম টেস্ট খেলতে নেমে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় প্রোটিয়ারা। দলীয় ৬৯ রানে অধিনায়ক এইডেন মার্করাম আউট হওয়ার পর জর্জির সাথে জুটি গড়ে দ্বিতীয় উইকেটে ২০১ রান তুলে আউট হন ট্রিস্টান। তার নামের পাশে তখন যোগ হয়েছে ১০৬ রান।

এইডেন মার্করামের পর ট্রিস্টান স্টাবসকেও আউট করেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল ছাড়াও এদিন বল হাতে হাত ঘুরিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা এবং অন্য দুই স্পিনার মেহেদি মিরাজ ও মমিনুল হক সৌরভ। কিন্তু কেউই প্রতিপক্ষের ব্যাটারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি।

Exit mobile version