বিশ্বকাপ বাছাই ফুটবলে আবার ড্র করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি সত্ত্বেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়া।
দুর্ভাগ্য দক্ষিণ কোরিয়ার। ম্যাচের শুরুতেই গোল করেও তারা জয়ের দেখা পায়নি। লি জা সাং ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। ৩০ মিনিটে সেই গোল পরিশোধ করেন মাহমুদ আল মার্দি। এর পর আর কোনো দল গোল করতে পারেনি।
পয়েন্ট ভাগাভাগির পর ৮ ম্যাচ শেষে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ১৬। সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খুব কাছে পৌঁছে গেছে তারা। গ্রুপ পর্বে এখনো দুই ম্যাচ বাকি দক্ষিণ কোরিয়ার। এই দুই ম্যাচের একটাতে জয় পেলেই তাদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে।
ড্র’র ফলে জর্ডান ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপে ইরাক রয়েছে তৃতীয় স্থানে। গত রাতে তারা ভালো করতে পারেনি। প্যালেস্টাইনের কাছে ২-১ গোলে হেরে গেছে। এই হার তাদেরকে কঠিন অবস্থায় ঠেলে দিয়েছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।