জর্ডান মিশনে রওনা অ-১৭ নারী দল, তিন কোচিং স্টাফের ভিসা জটিলতা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্ব সামনে রেখে আজ (৫ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল। তবে দলের সবাই একসঙ্গে যেতে পারেননি— ভিসা জটিলতায় তিনজন কোচিং স্টাফের যাত্রা আপাতত পিছিয়েছে।

দলের খেলোয়াড়, হেড কোচসহ বাকিদের ভিসা সম্পন্ন হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন, এবং ম্যানেজার মিরোনা এখনও ভিসা পাননি। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকায় আজ ভিসা অনুমোদনের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল বা পরশু ভিসা হাতে পেলেই তারা দলের সঙ্গে যোগ দেবেন।

এর আগে ক্রিকেটার সৌম্য সরকারও আফগানিস্তান সফরে একই ধরনের ভিসা সমস্যায় পড়েছিলেন, শেষ পর্যন্ত দলের সঙ্গে যেতে পারেননি।

এদিকে ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জর্ডানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্ব। সেই প্রস্তুতির অংশ হিসেবেই দুবাইয়ে যাত্রা পথে দুটি প্রীতি ম্যাচ খেলবে অর্পিতারা। ৭ অক্টোবর সিরিয়ার বিপক্ষে এবং ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠিত হবে এই ম্যাচ দুটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো কোনো বয়সভিত্তিক নারী দলকে বিদেশে প্রীতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে, যা বড় টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতিতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

গ্রুপপর্বে তাদের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে। তিন দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন দলই আগামী বছর মূল পর্বে খেলবে।

Exit mobile version