জামালকে দলে নেয়ার যুক্তি দেখালেন ক্যাবরেরা

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন জামাল ভূঁইয়াকে রেখেই ২১ ও ২৬ মার্চ প্যালেস্টাইনের বিপক্ষে অনুষ্ঠেয় অ্যাওয়ে ও হোম ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিন্তু চার মাস পেশাদার ফুটবলে না থাকা এবং জাতীয় দলের সর্বশেষ কয়েকটি ম্যাচে ৯০ মিনিট না খেলা জামালকে দলে নেয়ায় নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে স্প্যানিশ কোচকে।

উত্তর দিলেও অস্বস্তি ছিলো ক্যাবরেরার চোখে-মুখে। জানিয়েছেন, জামালকে দলে নেয়ার মূল কারণ দলে তার প্রভাব ও তরুণ খেলোয়াড়দের ‍মানসিকভাবে চাঙ্গা করার দক্ষতার কারণেই। কিন্তু ব্যাখ্যা দিতে গিয়ে অস্বস্তিতে ছিলেন ক্যাবরেরা।

গত বছরের ১৬ ও ২১ নভেম্বর অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচের পুরো ৯০ মিনিট খেলতে পারেননি জামাল ভূঁইয়া। ম্যাচের ঘন্টাখানেক সময় পার হওয়ার পরই কোচ তাকে তুলে নিয়ে বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছেন। এই প্রশ্নেরও জবাব দিতে হয়েছে ক্যাবরেরাকে। এখানে ক্যাবরেরার বক্তব্য, দলের ওপর তার প্রভাবটাকেই তিনি বিবেচনায় নিয়েছেন।

উল্লেখ্য, চার মাস ধরে ম্যাচের বাইরে আছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল ডি মায়োতে দেড় মৌসুমের জন্য যোগ দেয়া জামাল ক্লাবটির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন গত ৩০ অক্টোবর।

এদিকে, কুয়েতের মাটিতে প্যালেস্টাইনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের আগে সৌদি আরবের তায়েফ সফরে ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ দল। অনুশীলন করবে ‘কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে’। ২ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে হ্যাভিয়ের ক্যাবরেরা বাহিনী। সেখানে অবস্থান করবে ১৭ মার্চ পর্যন্ত।

১৭ তারিখ সৌদি আরব থেকে কুয়েতে যাবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় ২১ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েত সিটির ‘জাবের আল-আহমদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে’ প্যালেস্টাইনের মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল।

ম্যাচ শেষে পরেরদিনই ঢাকার উদ্দেশ্যে কুয়েত ছাড়বে বাংলাদেশ দল।

Exit mobile version