দারুণ জয়ে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়িয়েছে মরক্কো। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত খেলায় দুই বারের চ্যাম্পিয়নরা ৩-১ গোলে জাম্বিয়াকে হারিয়েছে। মরক্কোর হয়ে গোল করেন মোহাম্মদ রিমাত, ওসামা লামলাউই ও সাবির বোউগ্রিন।
এ জয়ের ফলে মরক্কোর কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। স্বাগতিক কেনিয়ার কাছে আগের ম্যাচে হার মরক্কোকে বেশ কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু এ জয় তাদেরকে স্বস্তি এনে দিয়েছে। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতে হারের ফলে জাম্বিয়ার বিদায় নিশ্চিত বলা যায়
তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে স্বাগতিক কেনিয়ার সবার ওপরে রয়েছে। তারপরেই মরক্কো। তিন ম্যাচের দুটিতে জয় তাদের। তবে কোয়ার্টার ফাইনালের আপাতত সহজ হচ্ছে ন। কেননা তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে চলেছে কঙ্গো। তাদেরও পয়েন্ট ছয়। গোল পার্থক্যে সমানতালে টেক্কা দিচ্ছে তারা। উভয়ের গোল পার্থক্য ৩।
এই কঙ্গোর বিপক্ষে মরক্কোর জীবন মরণ ম্যাচ। শেষ ম্যাচে এই দল দুটো মুখোমুখি হবে। এ ম্যাচের জয়ী দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে।
আগামী ২২ আগষ্ট থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল লড়াই। ৩০ আগষ্ট কেনিয়ার রাজধানী নাইরোবি হবে ফাইনাল ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















