ফ্রান্সিসকো কনসিকাও ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছেছে পর্তুগাল। ফ্লোরিয়ান উইটজের গোলে পিছিয়ে পড়ার পর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোলে এ জয় পায় পর্তুগাল। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
ম্যাচের প্রথমার্ধে জার্মানির ছিল একচ্ছত্র আধিপত্য। একাধিক গোলের সুযোগও পেয়েছিল তারা। কিন্তু তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কস্তা। মাত্র চতুর্থ মিনিটেই জার্মানির লিও গোরেতকারের নিচু শট রুখ দিয়ে দলকে দারুণ আত্মবিশ্বাসী করে তোলেন। প্রথমার্ধে আরো কয়েকবার কস্তা দলকে গোল হজম থেকে রক্ষা করেন।
শেষ পর্যন্ত ৪৮ মিনিটে পরাজিত হন কস্তা। জোসুয়া কিমিচের উড়ন্ত বল যখন বাতাসে ভেসে আসে তখন অরক্ষিত ছিলেন ফ্লোরিয়ান উইটজ। আর সে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন তিনি।
গোল হজম করে পিছিয়ে যায়নি পর্তুগাল। বরং গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে তারা। মাঠে আসার পাঁচ মিনিটের মধ্যে কনসিকাও স্কোরশিটে নাম লেখান। ৬৩ মিনিটে সমতায় ফেরানোর পাঁচ মিনিট পর ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। ৪০ বছর বয়সী রোনালদোর এটি ১৩৭তম আন্তর্জাতিক গোল।
রোনালদোর জন্য এটি অন্যরকম এক জয়। জার্মানির বিপক্ষে আগে পাঁচবার মাঠে নেমে কখনো জয়ের দেখা পাননি। ২০১৪ সালের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২০০০ সাল থেকে যখনই রোনালদো মুখোমুখি হয়েছেন তখনই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এবার তার ব্যতিক্রম। একটা কীর্তিও গড়েছেন রোনালদো। জার্মানির বিপক্ষে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















