জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে স্পেন

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

নাটকীয় জয়ে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে স্পেন। বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে তারা জার্মানিকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ইংল্যান্ড ২-১ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠেছে। তারাও অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়েছিল।

স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন আইতানা বোনামাতি। দুইবারের ব্যালন ডি অর জয়ী বোনামাতি ১১৩ মিনিটে একমাত্র গোলটি করেন। বোনামাতির এই গোল স্পেনকে অন্যরকম এক আনন্দ এনে দিয়েছে। এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে জার্মানিকে হারানোর কীর্তি গড়েছে স্পেন।

জার্মানি টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ছিল। নবমবারের মতো শিরোপা জয়ের মাঝ দিয়ে রেকর্ডকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য ছিল তাদের।

জার্মানির এ বিদায়ে নিজের ব্যর্থতাকে বড় করে দেখছেন গোলরক্ষক বার্গারকে। পোস্টের নিচে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন তিনি। অন্তত আটবার দলকে রক্ষা করেছেন। সব মিলিয়ে টুনামেন্টে তিনি ২৩টি সেভ করেছেন। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলকে একাই টেনে তুলেছিলেন। টাইব্রেকারে একাধিক শট থামিয়ে দলকে সেমিফাইনালে তুলেছিলেন। তবে দুর্ভাগ্য তার। ২৯ মিনিটে সতীর্থ জিওভান্না হফম্যান যে সুযোগটি পেয়েছিলেন তা কাজে লাগাতে পারলে হয়তো তাকে এমন হতাশ হতে হতো না।

Exit mobile version