জার্মান সুপার কাপ হচ্ছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কাপ

বর্তমান জার্মান সুপার কাপ আগামী বছর থেকে নতুন নাম পাচ্ছে। এ বছরের শুরুতে মারা যাওয়া ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নাম পাচ্ছে কাপটি। শুক্রবার জার্মান ফুটবল লিগ (ডিএফএল) এ তথ্য জানিয়েছে।

জার্মান ফুটবলের অন্যতম তারকা বেকেনবাওয়ার এ বছরের শুরুতে ৭৮ বছর বয়সে মারা যান। ক্যারিয়ারে তিনি একাধিক শিরোপা জয় করেছেন। পাঁচবার (১৯৬৯, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪ ও ১৯৮২ সালে ) বুন্দেসলিগা জয় করেছেন। জার্মান কাপ জয় করেছেন চারবার। সেই জার্মান কাপ এখন থেকে তার নামেই পরিচিত হবে।

ডিএফএল এক বিবৃতিতে জানিয়েছে, ‌এখন থেকে জার্মান চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ী দলের মধ্যে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপার কাপ নামে পরিচিত হবে।’

নতুন বছরের নতুন নাম নেওয়া ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপার কাপ আগামী বছরের ১৬ আগষ্ট অনুষ্ঠিত হবে।

বিস্তারিত কমেন্টে…

Exit mobile version