‘জিতেই ফিরব’—জর্ডান ম্যাচে সাহসী বার্তা মারিয়া মান্দার

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় তারা মুখোমুখি হবে স্বাগতিক জর্ডানের।

ম্যাচটি অনুষ্ঠিত হবে আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে। দুই দলের র‍্যাঙ্কিংয়ের ব্যবধান চোখে পড়ার মতো—বাংলাদেশ ১৩৩তম, জর্ডান ৭৪তম। অর্থাৎ ৫৯ ধাপ এগিয়ে প্রতিপক্ষ। কিন্তু বাংলাদেশ দল থেমে থাকতে চায় না কাগুজে হিসাব-নিকাশে।

দলের ইংলিশ কোচ পিটার বাটলার স্পষ্ট করেছেন, তারা ভয় নয়, খেলার কৌশল নিয়ে মাঠে নামবেন, “জর্ডান শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা নিজেদের কৌশল নিয়ে আত্মবিশ্বাসী। মিডফিল্ড ও ডিফেন্স থেকে খেলা গড়ে তোলার দিকেই মনোযোগ থাকবে আমাদের।”

দলের অভিজ্ঞ ফুটবলার মারিয়া মান্দাও জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “আমরা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। জয় নিয়েই দেশে ফিরতে চাই।”

এই টুর্নামেন্টের আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। যদিও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে ড্রই অনুপ্রেরণা জুগিয়েছে দলকে। ম্যাচের পরদিন সুইমিং সেশন এবং তার পরদিন অনুশীলন সেরে নতুন করে জয়ের জন্য তৈরি হয়েছেন মেয়েরা। ফরোয়ার্ড স্বপ্না রাণী বলেন, “আমরা কোচের নির্দেশনা মেনেই খেলবো। প্রস্তুতি ভালো হয়েছে, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছি।”

২০২১ সালে এই জর্ডানই বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল। কিন্তু সময় বদলেছে, প্রস্তুতির ধরন বদলেছে, মনোভাব বদলেছে। ঋতুপর্ণা, মারিয়া, স্বপ্নারা এবার ইতিহাস বদলানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছেন।

Exit mobile version