দুর্ভাগ্য আতলেতিকো মাদ্রিদের। গ্রুপ পর্ব শেষ হতেই শেষ হয়ে গেলো স্প্যানিশ ক্লাবটির ক্লাব বিশ্ব কাপের মিশন। সোমবার রাতে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বোতাফোগোকে হারিয়েও দুর্ভাগ্যের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্লাবটি। সমান পয়েন্ট সত্ত্বেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে আতলেতিকোকে থমকে যেতে হয়েছে। ১-০ গোলে জয় পেয়েছে আতলেতিকো। হারলেও বোতাফোগো সমান ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে পা রেখেছে।
প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে বড় ব্যবধানে হেরে অনেকটা পিছিয়ে পড়েছিল আতলেতিকো। ফলে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আতলেতিকো মাদ্রিদের। জয়ও পেয়েছে দলটি। তবে জয়ের ব্যবধান মোটেও যথেষ্ঠ ছিল না।
‘বি’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে হলেও অন্তত তিন গোলের ব্যবধানে জয় পেতে হতো আতলেতিকোকে। কিন্তু বোতাফোগো আতলেতিকোর বিপক্ষে নিশ্ছিদ্র প্রতিরক্ষা দাঁড় করিয়েছিল। ফলে গোলের আর দেখা পাওয়া হয়নি আতলেতিকোর। ম্যাচের প্রায় শেষ সময়ে অ্যান্তোনিও গ্রিয়েজমান গোল করে আতলেতিকোকে জয় এনে দেন। কিন্তু তা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ঠ ছিল না।
ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো জয় পেলে অবাক হওয়ার কিছু ছিল না। ম্যাচের দশম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল তারা। কিন্তু আতলেতিকো মাদ্রিদের ইয়ান ওবলাক কোনোমতে দলকে গোল হজম থেকে রক্ষা করেন।
আতলেতিকো মাদ্রিদও প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল। হুলিয়ান আলভারেজ সুযোগ পেয়েও গোল করতে পারেনি। তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আতলেতিকো গোলের সুযোগ পেয়েছিল। এবার ব্যর্থতার পরিচয় দেন গ্রিয়েজমান। ম্যাচের শেষ সময়ে তিনি গোল করে জয় এনে দিলেও তা পরবর্তী রাউন্ডে ওঠার জন্য যথেষ্ঠ ছিল না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















