উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে জিতেও বিদায় নিতে হয়েছে অ্যাস্টন ভিলাকে। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ৩-২ গোলে হারিয়েছে প্যারিস সেন্ত জার্মেইকে। কিন্তু প্রথম লেগের খেলায় ৩-১ গোলে হারের ফলে ৫-৪ গোল ব্যবধানে হেরে তারা ছিটকে গেছে।
শেষ চারে পৌঁছানোর ফলে প্যারিস সেন্ত জার্মেইয়ের সামনে এখন শিরোপা জয়ের সম্ভাবনা আরও একটু উজ্জ্বল হয়েছে। আর মাত্র দুটো বাধা। একটা সেমিফাইনাল অন্যটা ফাইনাল। সেমিতে তারা রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের মুখোমুখি হবে।
দুর্ভাগ্য বলা যায় অ্যাস্টন ভিলার। প্রথমার্ধের আধাঘন্টার মধ্যে তাদেরকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় প্যারিস সেন্ত জার্মেই। ২৭ মিনিটের মধ্যে জোড়া গোল করে পিএসজি নিজেদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। আচরাফ হাকিমি ও নুনো মেন্ডেসের গোলের সুবাদে তাদের এগিয়ে যাওয়ার ব্যবধান দাঁড়ায় ৫-১ গোল। এ অবস্থায় কোনো দলের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন।অ্যাস্টন ভিলার দুর্ভাগ্য, কাছাকাছি গিয়েও তারা সেমিফাইনালের টিকিট পায়নি। স্বস্তি শুধু ম্যাচ জয়ের। মাত্র ২৩ মিনিটের মধ্যে তারা তিন গোল করে খেলায় উত্তেজনা ফিরিয়ে আনে।
ইউরি টিয়েলেমান্স, জন ম্যাকগিন ও এজরি কনসা গোল তিনটি করেন। ৫৭ মিনিটের মধ্যে ৩-২ গোলে এগিয়ে যাওয়ায় অ্যাস্টন ভিলার সমর্থকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু যে দলটি মাত্র ২৩ মিনিটের মধ্যে তিন গোল করেছিল তারা বাকি ৩৩ মিনিটে গোলের দেখা পায়নি। খেলা অতিরিক্ত সময়ও গড়ায়নি। বরং নির্ধারিত সময়ে গোল গড়ে এগিয়ে থেকে প্যারিস সেন্ত জার্মেই সেমিফাইনালে পৌঁছে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















