পর্তুগাল অনুর্ধ্ব -১৫ দলের হয়ে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনালদো। গত রোববার তার জোড়া গোলের সুবাদে পর্তুগাল ৩-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে।
জুনিয়ার রোনালদোর এটা ছিল চতুর্থ ম্যাচ। আল নাসর একাডেমির হয়ে খেলা জুনিয়র রোনালদো ত্রয়োদশ মিনিটে প্রথম গোল করেন। ১৪ বছর বয়সী জুনিয়র বাবার মতো সাত নম্বর জার্সি পরে খেলেছিলেন। গোল করার বাবার মতোই গোল উদযাপন করেন।
বিরতির আগেই জুনিয়র রোনালদো দ্বিতীয় গোল করেন। জোড়া গোলের পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।
পর্তুগাল ফুটবল ফেডারশেন জুনিয়র রোনালদোর গোলের আনন্দ উদযাপন করেছে। ইনস্টাগ্রামে তারা লিখেছে, পর্তুগালের জুনিয়র রোনালদোর প্রথম সিউউউউ।’
বিশ্ব ফুবটলে জুনিয়র রোনালদো বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিরল এক রেকর্ডের মালিক। জাতীয় দলের হয়ে ১৩৬ গোল করেছেন তিনি। বিশ্ব ফুটবলে যা এক রেকর্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















