বড় ম্যাচ শুধু নামে। মাঠের পারফরম্যান্সে একপেশে লড়াই। ম্যানচেস্টার সিটির আধিপত্য আর জুভেন্টাসের আত্মসমর্পন। ক্লাব বিশ্বকাপ ফুটবলে গতরাতে এমন ঘটনা ঘটেছে। ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইতালিয়ান ক্লাবটিকে নিয়ে ছেলেখেলা করেছে ম্যানসিটি। ৫-২ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। জেরেমি ডোকু, আর্লিং হালান্ড, ফিল ফোডেন ও সাভিনহো গোল করেছেন। অন্যটি ছিল আত্মঘাতি। জুভেন্টাসের হয়ে ব্যবধান কমিয়েছেন টেউন কুপমেইনার্স ও ডুসান ভ্লাহোভিচ।
‘জি’ গ্রুপে ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস ম্যাচ ছিল নিয়ম রক্ষার। আগেই উভয় দল শেষে ষোলোতে নাম লিখিয়েছে। ফলে ম্যাচটি শ্রেষ্ঠত্ব নির্ধারণের ম্যাচে রূপ নেয়। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টানা তিন ম্যাচ জয়ে ম্যানসিটি ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দুই জয়ে জুভেন্টাস রানার্স আপ।
শিরোপা প্রত্যাশী ম্যানসিটি একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বে শতভাগ জয় ধরে রেখেছে। ম্যাচের শুরুতেই জুভেন্টাস বড় জয়ের ইতিঙ্গ দিয়ে নবম মিনিটে ব্যবধান গড়ে নেয়। তবে দর্শকদের হতবাক করে দুই মিনিট পরেই জুভেন্টাস সমতায় ফিরে আসে। তবে দ্বিতীয়ার্ধটা জুভেন্টাসের জন্য বড় কঠিন হয়ে দেখা দেয়। এ সময়ে ২৩ মিনিটের ব্যবধান তিনবার জুভেন্টাসের জালে বল পাঠায় তারা। আর্লিং হালান্ড, ফিল ফোডেন ও সাভিনহ গোল করেন।
এর আগে প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। ১১ মিনিটের মধ্যে উভয় দল এক গোল পাওয়ার পর বাকি সময়ে আরো একটা গোল হয়। ২৬ মিনিটে সেই গোলটি ছিল আত্মঘাতি। আর তাতেই জুভেন্টাস পিছিয়ে পড়েছিল। জুভেন্টাস ম্যাচের শেষ মুহুর্তে আরও একটা গোল পায়। ডুসান করেন গোলটি।
