জুভেন্টাসকে হারিয়ে ইন্টার আরও এগিয়ে

সেরি-আ

ইতালি লিগ লড়াই একপেশে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার রাতে নিজেদের মাঠে টেবিলের দুইয়ে থাকা জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে চার পয়েন্টে এগিয়ে গেলো ইন্টার মিলান। এক ম্যাচ কমও খেলেছে ইন্টার। ফলে সাত পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ আছে দলটার সামনে।

এ জয়ের ফলে ইন্টার মিলান ৫৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। শিরোপা লড়াইয়ে ইন্টারের প্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের পয়েন্ট ৫৩। আর এসি মিলান ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

ইন্টার মিলানের এ জয়ে জুভেন্টাসের অবদানই বেশি। কেননা ইন্টার মিলানের পাওয়া একমাত্র গোলটি ছিল আত্মঘাতি। ৩৭ মিনিটে ফ্রেডেরিকো গাত্তি এই সর্বনাশটা করেন। এ সময়ে ইন্টার মিলানের বেঞ্জামিন পাভার্ড সিজার্স কিক নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি মিস করলে বল জুভেন্টাসের ডিফেন্টার গাত্তির পেটে লেগে বল জালে জড়িয়ে যায়। জুভেন্টাসের গোলরক্ষক চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।

নিজেদের মাঠের খেলায় ইন্টার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো। চলতি বছরে লিগ ম্যাচে এর আগ পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই তারা জয় পেয়েছে। এ ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতেই একের পর এক চাপ সৃষ্টি করে তারা।

৩০ মিনিটের সময় তারা প্রায় গোলের দেখা পেয়েছিল। কিন্তু মার্কাস থুরাম সুযোগটি কাজে লাগাতে পারেননি। ফেডেরিকো ডিমার্কো দারুণ এক ক্রস করেছিলেন। বলে পা ছোঁয়াতে পারলেই গোলের দেখা পেতেন থুরাম। কিন্তু তিনি পারেননি। কয়েক মিনিট পরই আত্মঘাতি গোল তাদেরকে কাঙ্খিত জয় এনে দেয়।

Exit mobile version