জুভেন্টাসের সঙ্গে ড্র করে অস্বস্তিতে আতালান্তা

আতালান্তা ও জুভেন্টাসের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই

সেরি আ’তে ড্র স্পেশালিস্ট জুভেন্টাসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আতালান্তা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়ার পর ১-১ গোলে ড্র করেছে তারা। ২০ ম্যাচে জুভেন্টাসের এটা ১৩তম ড্র।

গোলশূন্য প্রথমার্ধের পর পিয়েরা কালুলুর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু খুব বেশি সময় এ গোলের আনন্দ উপভোগ করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। ৭৮ মিনিটে মাতেও রেতেগুইয়ের গোলে সমতায় ফেরায় আতালান্তা।

পয়েন্ট ভাগাভাগিতে আতালান্তার বড় একটা সর্বনাশ হয়েছে বলাই যায়। শিরোপা লড়াই থেকে একটু হলেও পিছিয়ে পড়েছে। তাদের এ পয়েন্ট ভাগাভাগিতে নাপোলি ও ইন্টার মিলান স্বস্তির হাসি হেসেছে। ২০ ম্যাচ থেকে নাপোলি ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে সমান ম্যাচে আতালান্তা ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ইন্টার মিলান দ্বিতীয় স্থানে।তবে ইন্টার মিলান দুই ম্যাচ কম খেলেছে। ফলে শীর্ষস্থানটা তাদের নিয়ন্ত্রণে আসার সম্ভাবনাই বেশি।

এদিকে এসি মিলান পিছিয়ে পড়ার পর নিচু সারির দল কোমোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

গোলশূন্য প্রথমার্ধের পর আসানে দিয়াওয়ের গোলে এগিয়ে গিয়েছিল কোমো। কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোলে এসি মিলান জয় নিশ্চিত করে। ৬০ মিনিটে দিয়াও গোল করেছিলেন। ৭১ মিনিটে থিও হার্নান্দেজ গোল ফিরিয়ে দেন। ৭৬ মিনিটে রাফায়েল লিয়াও দলকে এগিয়ে নেন। তার এ গোলেই শেষ পর্যন্ত এসি মিলান জয় নিয়ে মাঠ ছাড়ে।

Exit mobile version