জুভেন্টাস থেকে ১০ পয়েন্ট এগিয়ে ইন্টার

সেরি-আ

Soccer Football - Serie A - Inter Milan v Salernitana - San Siro, Milan, Italy - February 16, 2024 Inter Milan's Lautaro Martinez scores their second goal REUTERS/Daniele Mascolo

ইতালিয়ান সেরি-আ’তে শিরোপা লড়াই একপেশে করে নিয়েছে টেবিল টপার ইন্টার মিলান। শুক্রবার রাতে সালেরনিতানাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে টেবিলের দুইয়ে থাকা জুভেন্টাসকে ১০ পয়েন্টে পিছনে ফেললো ইন্টার।

মার্কাস থুরাম, লাউতারো মার্টিনেজ, ডেনজেল ডামফ্রাইস ও মার্কো আরনাউতোভিচ গোল করেন।

১৯ মিনিটেই ইন্টার মিলান দুই গোলে এগিয়ে যায়। ১৭ মিনিটের সময় কার্লোস অগাস্টোর কাছ থেকে বল পেয়ে থুরাম দূরপাল্লার জোরালো শটে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর দারুণ বাঁকানো শটে লাউতাো মার্টিনেজ ব্যবধান দ্বিগুন করেন। এ গোলেরও রূপকার ছিলেন অগাস্টো।

লাউতারোর এটা ছিল চলতি মৌসুমে বিশতম লিগ গোল। এ নিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে সেরি-আ’তে টানা তিন মৌসুম বিশ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন লাউতারো। তার আগে এ কীর্তি গড়েছেন গুইসেপ্পে মেজা ও স্তেফানো নেয়ার্স।

বিরতির আগেই ডামফ্রাইস গোল করে ইন্টার মিলানকে তিন গোলে এগিয়ে নেন। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে বদলি খেলোয়াড় মার্কো আরনাউতোভিচ স্কোরশিটে নাম লেখান।

এ জয়ের ফলে সিমোন ইনজাঘির দলের বর্তমান পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৩। সোমবার উদিনেসের কাছে জুভেন্টাসের হারের ফলে দুই দলের পার্থক্যটা এতটা বড় হয়ে দেখা দিয়েছে।

ইন্টার মিলানের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম রাউন্ডে তারা অ্যাতলেতিকো মাদ্রিদকে আতিথেয়তা দিবে।

Exit mobile version