জেনে নিন কবে কোথায় ফিনালিসিমা!

ইউরো ও কোপা আমেরিকার সব উত্তেজনা শেষ। এখন বিশ্বের ফুটবল প্রেমীদের দৃষ্টি ফিনালিসিমার দিকে। কবে ও কোথায় হবে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার সেরা দুই দলের লড়াই সেই প্রশ্নই এখন বার বার সামনে চলে এসেছে। কবে, কোত্থেকে আসলো এই ফিনালিসিমা। তার আগে প্রাথমিক তথ্য আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জুন-জুলাইয়ে হতে পারে দুই মহাদেশের সেরা দুই দলের লড়াই। এবং ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র।

ফিনালিসিমা মূলত কোপা আমেরিকার আয়োজক ‘কনমেবল’ ও ইউরো ফুটবলের আয়োজক ‘উয়েফা’র মধ্যকার একটি চুক্তির ফসল। দুই পক্ষের বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ফিনালিসিমার আয়োজনের বিষয়টি নিশ্চিত।

সর্বশেষ ফিনালিসিমা ২০২২ সালের ১ জুন অনুষ্ঠিত হয়েছিলো ইংল্যান্ডের ওয়েম্বলিতে। মুখোমুখি হয়েছিলো ২০২১ কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২০ ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

আর্জেন্টিনার প্রভাবশালী গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে ২০২৫ সালের ফিনালিসিমার সম্ভাব্য ভেন্যু যুক্তরাষ্ট্র। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। সে বিষয়টি মাথায় রেখে স্পেনও সেখানে খেলতে যেতে রাজি হয়ে যেতে পারে।

নিয়মিত না হলেও ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা দল প্রথম মুখোমুখি হয়েছিলো ১৯৮৫ সালে ফ্রান্সে। তখন এর নাম ছিলো ‘আরতেমিও ফ্রানসি কাপ’। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিলো ফ্রান্স।

১৯৯৩ সালে আর্জেন্টিনার মাল দেল প্লাতায় স্বাগতিক আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিলো ডেনমার্কের। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে ড্র পেয়েছিলো আর্জেন্টিনা।

Exit mobile version