জোভিচের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে এসি মিলান

ইতালিয়ান কাপ

লুকা জোভিচের জোড়া গোলে ইতালিয়ান কাপে সহজ জয় পেয়েছে এসি মিলান। সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-১ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। এ জয় এসি মিলানকে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে।

সার্বিয়ান স্ট্রাইকার লুকা জোভিচ প্রথমার্ধেই জোড়া গোল পেয়ে যান। ২৯ মিনিটে স্কোরশিটে প্রথম নাম তোলার ব্যবধান বাড়ান ৪২তম মিনিটে।

গোল করে অভিষেক ম্যাচটা রাঙিয়েছেন মালির লেফ্টব্যাক চার্লস ট্রাউরে। দ্বিতীয়ার্ধে নেমেই গোলের দেখা পান এসি মিলানের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ট্রাউরে।

ক্যালিয়ারির হয়ে ৮৭ মিনিটে সান্ত্বনাসূচক গোল করেন পাউলো আজি। তবে এসি মিলানের গোল উৎসব তখনো শেষ হয়নি। বদলি খেলোয়াড় রাফায়েল লিও শেষ সময়ে আরো এক গোল করেন।

মিলানের কোচ স্টেফানো পিওলি একটু ভিন্নভাবে এ ম্যাচের জন্য দলকে সাজিয়েছিলেন। গত শনিবার সেরি-আ তে সাসুউলোর বিপক্ষে জয় পাওয়া দলটিতে আমূল পরিবর্তন এনেছিলেন। সেই ম্যাচের একাদশের মাত্র দুইজন খেলোয়াড় ছিলেন এই দলে।

অন্যদিকে সিরি ‘আ’তে রেলিগেশন আতঙ্কে থাকা ক্যালিয়ারি নিজেদেরকে দুর্ভাগা ভাবতে পারে। ক্লদিও রানেইরির দল ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিল।

আন্দ্রে পেতাগনা এসি মিলানের গোলপোস্টের কাছ থেকে যে হেড নিয়েছিলেন তাতে গোল পাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু মিলানের গোলরক্ষক অ্যান্তোনিও মিরান্তে অস্বাভাবিকভাবে তা রুখে দেন। চার মিনিট পরই জোভিচ মিলানকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু জোভিচ তার শটটি ক্যালিয়ারির গোলরক্ষকের হাতে তুলে দেন। অবশেষে ২৯ মিনিটে গোলের দেখা পায় মিলান। জোভিচ করেন গোলটি। বিরতির আগে আবারো স্কোরশিটে নাম লেখান জোভিচ।

গোলের এ উৎসবটা দ্বিতীয়ার্ধেও অব্যাহত রাখে এসি মিলান। যার ধারাবাহিকতায় ৫০ মিনিটে চাকা ট্রাউরের মিলানের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেই গোল পেয়ে যান। শেষ সময়ে ক্যালিয়ারির হয়ে পাউলো আজি এবং ৯১তম মিনিটে রাফায়েল লিও গোল করেন।

Exit mobile version