আর্লিং হালান্ডের জোড়া গোলে মঙ্গলবার রাতে টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগ শিরোপা ধরে রাখার শেষধাপে পৌঁছেছে সিনিজেনরা। এই জয়ে ৩৭ ম্যাচ শেষে পেপ গার্দিওলা বাহিনীর সংগ্রহ ৮৮ পয়েন্ট। ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল।
ইউরোপের অন্য শীর্ষ লিগে যেখানে একাধিক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে সেখানে শেষ ম্যাচে গিয়ে ঠেকেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ৩৮তম রাউন্ডেই চূড়ান্ত হবে ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনাল কোন দলের কাছে যাবে এবারের লিগ শিরোপা।
অবশ্য দুই পয়েন্টে এগিয়ে থাকায় সিটিজেনদেরই সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরে নেয়া যায়। ১৯ মে ইপিএলে লিগের শেষ রাউন্ড। এইদিন ম্যান সিটি খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। আর আর্সেনালের প্রতিপক্ষ এভার্টন।
নওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড গত মৌসুমে ছিলেন অপ্রতিরোধ্য। রুপ নিয়েছিলেন গোল মেশিন হিসেবে। ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্সলিগ, ক্লাব ওয়ার্ল্ডকাপসহ একাধিক লিগ শিরোপা জিতেছিলো ম্যান সিটি। এবারও মৌসুমের শুরুতে দারুণ ফর্মে ছিলেন। কিন্তু লিগের মাঝপথে ছন্দ হারান হালান্ড। এজন্য ভুগতে হয়েছে সিটিকে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকে হেরে বিদায় নিতে হয়েছে। অবশ্য ১৯ মে লিগের শেষ পর্ব শেষে ২৫ মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এর আগে আর্লিং হালান্ডের গোলে ফেরা গার্দিওলার জন্য স্বস্তির খবর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















