বদলি খেলোয়াড়া ফেরান টরেসের জোড়া গোলে উয়েফা চ্যামিয়ন্স লিগে নাটকীয় জয় পেয়েছে বার্সেলানা। বুধবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে। ম্যাচের পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো উন্নতি করেছে বার্সেলোনা। ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্বে নাম লেখানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে দলটি। অন্যদিকে এই হার বরুশিয়া ডর্টমুন্ডকে বেশ পিছিয়ে দিয়েছে। জয়টা পেলে তারাও দ্বিতীয় স্থানে থাকতো। কিন্তু হারের ফলে নবম স্থানে নেমে এসেছে। ৬ খেলায় ১২ পয়েন্ট তাদের।
দুর্ভাগ্য বরুশিয়া ডর্টমুন্ডের। নিজেদের মাঠের খেলায় প্রথমার্ধে ভালোভাবেই সফরকারী দলকে আটকে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে দুইবার পিছিয়ে পড়েও তারা হাল ছাড়েনি। দুইবারই ম্যাচে ফিরেছে। কিন্তু ৮৫ মিনিটে টরেসের করা দ্বিতীয় গোলটি আর ফেরত দিতে পারেনি। মাত্র ১০ মিনিটে টরেস জোড়া গোল করেন। তিনি ৭৫ মিনিটে প্রথম গোল করেন। অথচ মাত্র চার মিনিট আগে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।
অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকেই বার্সেলোনার আধিপত্য ছিল। তবে গোলের দেখা পায়নি। অধিনায়ক রাফিনহা ও রবার্ট লেফানদোভস্কি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে তারা ডর্টমুন্ডের গোলরক্ষককে ব্যস্ত সময় পার করতে বাধ্য করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে চমকে দিয়েছিল ডর্টমুন্ড। ৫০ মিনিটে গোল পেয়েছিল তারা। কিন্তু অফসাইডের কারণে রেফারি তা বাতিল করেন। দুই মিনিট পর রাফিনহা বার্সা সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। বেশিক্ষণ স্থায়ী হয়নি এ আনন্দ। গুইরাসি ৬০ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান।
এরপরেই টরেস নাটক। মাঠে নামার চার মিনিটের মধ্যে ৭৫ মিনিটে গোল করেন। তিন মিনিট ব্যবধানে সেই গুইরাসি সমতা ফেরালেও ৮৫ মিনিটে টরেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।