নাটকীয় জয়ে নেদারল্যান্ডসকে হতাশায় ডুবিয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। হাইভোলটেজ ম্যাচটিতে ছিল নাটক আর নাটক। সেই নাটকীয়তা শেষে টাইব্রেকারে স্পেন ৫-৪ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা ২-২ গোলে শেষ হয়েছিল। আর স্পেনের মাঠে রোববার ফিরতি লেগের খেলায় শেষ হয়েছে ৩-৩ গোলে। ফলে গোল গড় ৫-৫ হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে উভয় দল প্রথম পাঁচ শ্রে চতুর্থ শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছিল। পঞ্চম শটে উভয় দল গোল করলে অতিরিক্ত শটের প্রয়োজন। আর সেখানেই ব্যর্থ হয় নেদারল্যান্ডস। স্পেনের হয়ে শেষ শটে পেদ্রি লক্ষ্যভেদ করলে স্পেনের খেলোয়াড়রা আনন্দে মেতে ওঠে।
নির্ধারিত সময়ের খেলায় ছিল চরম নাটকীয়তা। ম্যাচের শুরুতেই স্পেন পেনাল্টি গোলে এগিয়ে যায়। বিরতির পর নেদারল্যান্ডস গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে। ৬৭ মিনিটে আবার গোল করে স্পেন। ৭৯ মিনিটে নেদারল্যান্ডস সেই গোল ফিরিয়ে দেয়। অতিরিক্ত সময়ে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। ১০৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডসকে খেলায় ফেরান জাভি সিমোন্স। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।