পেনাল্টি শ্যুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলের হয়ে প্রথম ও তৃতীয় শটটি মিস করেন গ্যাব্রিয়েল মিলিতাও ও ডগলাস লুইজ। উরুগুয়ের পক্ষে জয়সূচক গোলটি আসে মানুয়েল উগার্তে রেবেইরোর পা থেকে।
নির্ধারিত সময়ে গোল পায়নি কোন দলই। শরীরনির্ভর ফুটবল খেলেছেন উভয় দলের খেলোয়াড়রা। হয়েছে ৪১টি ফাউল। উভয় দলই পেয়েছে দু’টি করে হলুদ কার্ড। ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নানদেজ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় কোপার নিয়ম অনুযায়ী সরাসরি পেনাল্টি শ্যুটআউট। যেখানে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নেয় ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
উরুগুয়ের পক্ষে প্রথম শটটি নেন অধিনায়ক ফেডেরিকো সান্তিয়াগো ভালভার্দে। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে কোন সুযোগই দেননি রিয়াল মাদ্রিদে খেলা ভালভার্দে। ব্রাজিলের পক্ষে প্রথম শট নেয়ার আগে থেকেই নার্ভাস দেখাচ্ছিলো গ্যাব্রিয়েল মিলিতাওকে। তার প্রতিফলন পড়েছে তার নেয়া শটেও। সেটি ফিরিয়ে দিয়ে উরুগুয়ে এগিয়ে দেন ব্রাজিলের ক্লাব ‘স্পোর্ট ক্লাব ইন্টারন্যাসিওনালে খেলা উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রচেট।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা রদ্রিগো বেনতানকুর দ্বিতীয় শটে গোল করে ব্রাজিলের ওপর চাপটা আরও বাড়িয়ে দেন। অবশ্য নিজেকে নিয়ন্ত্রণ করে আন্দ্রেয়াস পেরেইরা গোল করেন।
তৃতীয় শটে উরুগুয়ের জর্জিয়ান আরাসকায়েতা গোল করলেও মিস করেন ডগলাস লুইজ। টাইব্রেকারে ৩-১ গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
উরুগুয়ের চতুর্থ শটটি মিস করেন হোসে মারিয়া গিমিনেজ। ব্রাজিলের চতুর্থ শটটি গোলে পরিণত করে সেলেকাওদের আশা বাঁচিয়ে রাখেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।
ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে খেলা মানুয়েল উগার্তে রেবেইরো উরুগুয়ের ৫ম শটটি গোলে পরিণত করলে উল্লাসে মাতে ১৫বারের চ্যাম্পিয়নরা।