উয়েফা নেশনস লিগের ফাইনালে দুই দুইবার পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পর্তুগাল। দাপটের সঙ্গে খেলায় ফিরেছে, শুধু তাই নয়, শিরোপা নিয়ে মাঠ ছেড়েছে। গতকাল রোববার রাতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে পর্তুগাল ৫-৩ গোলে হারায় স্পেনকে।
এ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল দুইবার উয়েফা নেশনস লিগের শিরোপা জয় করার কৃতিত্ব দেখাল। ২০১৯ সালে নেশনস লিগের প্রথম আসরে নেদারল্যান্ডসকে হারিয়ে তারা শিরোপা জয় করেছিল।
শিরোপা লড়াইয়ের দৌড়ে এগিয়ে ছিল স্পেন। ২০২৩ সালের মার্চ থেকে অপরাজিত থাকা স্পেন মাঠে তার প্রমাণও রেখে চলেছিল। সেমিফাইনালে ফ্রান্সকে হারানো স্পেন প্রথম গোল পায় ২১ মিনিটে। মার্তিন জুবিমেন্দি এগিয়ে দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। তবে বেশিক্ষণ এ ব্যবধান ধরে রাখতে পারেননি স্পেন। পাঁচ মিনিট পর নুনো মেন্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার কিছু সময় আগে স্পেনকে আবার এগিয়ে নেন মিকেল ওইয়ারসাবাল। ৬১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো হেড করে খেলায় সমতায় ফেরায়। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল রোনালদোর ১৩৮তম গোল।
টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেস ও রুবেন নেভেস। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগালের গোললক্ষক দিয়াগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে লক্ষ্যভেদ করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের শিরোপা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















