একের পর এক বিপর্যয় ম্যানচেস্টার সিটির। হারের সীমানা থেকে বের হতেই পারছে না প্রিমিয়ার লিগের দলটি। প্রিমিয়ার লিগ, ইএফএল কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ- সর্বত্র একই অবস্থা। হার আর হার। শনিবার রাতে তারা প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে।
সব ধরণের প্রতিযোগিতায় ম্যানসিটির এটা টানা চতুর্থ হার। প্রিমিয়ার লিগে দুই ম্যাচের পাশাপাশি ইএফএল কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একটা করে ম্যাচে হেরেছে তারা।
টানা চার ম্যাচে হার কোচ পেপ গার্দিওলার ক্যারিয়ারে প্রথম ঘটনা। অন্য দিকে ম্যানসিটি ২০০৬ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে হার দেখল। দুর্ভাগ্য বলতে হবে ম্যানসিটির। আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যাওয়ার পরও তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
২৩ মিনিটে হালান্ডের করা গোলের সুবাদে জয়ের পথেই ছিল। জয়টাও তারা দেখতে পারছিল। ৭৮ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ছিল। কিন্তু পাঁচ মিনিটের এক ঝড়ে পেপ গার্দিওলার শিবির এলেমেলো হয়ে যায়। হোয়াও পেদ্রো ৭৮ মিনিটে এবং ম্যাট ও’রিলে ৮৩ মিনিটে গোল করে ব্রাইটনকে জয় এনে দেন।
এ জয়ের ফলে ব্রাইটন এক লাফে অনেকটা উপরে উঠে এসেছে। ১১ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে তারা। অন্যদিকে ম্যানসিটি আগেই শীর্ষস্থান হারিয়েছে। এ হারের পরও তারা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান বেড়ে ৫ পয়েন্ট হয়েছে। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। ম্যানসিটির পয়েন্ট ২৩।