সময়টা এখন আর্জেন্টিনা ফুটবল দলের। বিশ্বকাপ জয়ী এ দলটি টানা তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে। ইউরো জেতা স্পেন, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল ক্লাব কাপ জেতা রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে কোপা জয়ী আর্জেন্টিনা ২০২৪ সালের সেরা হয়েছে।
বিশ্ব ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১ টি ৫১৮ জন সাংবাদিকের ভোটে সেরা হয়ে এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে লিওনেল মেসিরা।
২০২৪ সালটা দারুণ কেটেছে আর্জেন্টিনার। গত জুলাইয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয় করেছে লিওনেল মেসিরা। এটা তাদের ১৬তম শিরোপা। এবারের চ্যাম্পিয়ন হওয়ার মাঝ দিয়ে কোপায় সর্বাধিকবার শিরোপা জয়ের রেকর্ড গড়ে মেসিরা।
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বেও দারুণ খেলে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নেতৃত্ব দিচ্ছে দলটি। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। ছয় ম্যাচ বাকি থাকতেই তাদের চূড়ান্ত পর্বে খেলা অনেকটা নিশ্চিত হয়েছে।
সেরা হওয়া আর্জেন্টিনার পয়েন্ট ৫৭৯। স্পেনের জাতীয় দল ৫৫২ ও দেশটির ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
এদিকে পুুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটৈর পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারীদের মধ্যে সেরা হয়েছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।