টানা দশম ম্যাচে গোল এমবাপ্পের, ফ্রান্সের জয় ৩-০ ব্যবধানে

বিশ্বকাপ বাছাই

ফ্রান্সের গোল মেশিন কিলিয়ান এমবাপ্পে জাতীয় দলের জার্সিতে গোল অব্যাহত রেখেছেন। শনিবার রাতে ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তিনি আজারবাইজানের বিপক্ষে গোল করেছেন। তার গোলের সুবাদে ফ্রান্স এ ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে এটা ফ্রান্সের তৃতীয় জয়। ফলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা নেতৃত্ব দিচ্ছে। ইউক্রেন ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ৩।

নিজেদের মাঠের এ খেলায় ফ্রান্স প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের দেওয়া গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আড্রিয়েন র্যাবিয়ট ও ফ্লোরিয়ান থাউভিন গোল করেন।

প্রথমার্ধ যখন গোলশূন্যভাবে শেষ হওয়ার সব ব্যবস্থা পাকা ঠিক তখনই আজারবাইজানের জালে বল ফেলেন এমবাপ্পে। এ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে এটা তার ১৭তম গোল। জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ৫৩তম গোল। এ গোলের মাঝ দিয়ে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটা নিজের করার আরো কাছে পৌঁছে গেলেন তিনি। সে জন্য আর মাত্র পাঁচটি গোল দরকার। ৫৭ গোল করে ফ্রান্সের হয়ে সর্চোচ্চ গোলদাতার মালিক এখন অলিভার জিরুদ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টানা দশম ম্যাচে গোল করেছেন এমবাপ্পে।

Exit mobile version