সৌদি প্রো লিগে অপরাজিত থাকার তকমাটা ধরে রেখেছে আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলটি শুক্রবার রাতে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী দল আল রিয়াদকে। ১-০ গোলে জয় পেয়েছে আল নাসর। একমাত্র গোলটি করেন সাদিও মানে।
ম্যাচের ৪১তম মিনিটে দারুণ দক্ষতায় গোল করে মানে আল নাসরকে এগিয়ে নেন। তার এই গোল আল নাসরকে পূর্ণ পয়েন্ট এনে দিয়েছে। এ জয়ের ফলে ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২২। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে তারা। শীর্ষে রয়েছে আল হিলাল। তাদের পয়েন্ট ২৮।
মানের গোলের আগে আল নাসর এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু আল রিয়াদের গোলরক্ষক মিলান বোরান তাদের বিপক্ষে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও তালিস্কার দুটো সুযোগ তিনি নষ্ট করে দেন। এছাড়া মোহাম্মদ সিমাকানের একটা শট পোস্টে লেগে ফিরে আসে।
মানে তার গোল সংখ্যা প্রথমার্ধেই দ্বিগুন করতে পারতেন। কিন্তু মিলান বোরানের দৃঢ়তায় দ্বিতীয় গোল পাওয়া হয়নি মানের।
গত দুই ম্যাচে পয়েন্টে হারানোর পর আর নাসরের এটা প্রথম জয়। এ দুই ম্যাচে তারা আল হিলাল ও আল খুলুদের সঙ্গে ড্র করে। এবারের মৌসুমে প্রথম ১০ ম্যাচে এটা তাদের ষষ্ঠ জয়। নিজেদের ক্লাব ইতিহাসে এই প্রথম দ্বিতীয়বারের মতো আল নাসর প্রথম ১০ ম্যাচে কোনো ম্যাচ হারেনি। ২০১৩-১৪ সালেও তারা এমন কীর্তি দেখিয়েছিল। সে মৌসুমে তারা শিরোপাও জয় করেছিল।
এদিকে শুক্রবার রাতে অনুষ্ঠিত অন্য দুই ম্যাচের একটিতে আল হিলাল ৩-১ গোলে আল ইত্তিফাককে এবং আল আহলি ২-০ গোলে আল রাইদকে হারিয়েছে।