নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে জার্মানি। মঙ্গলবার ডেনমার্কের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও ২-১ গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে আটবারের চ্যাম্পিয়ন দলটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে সুইডেন গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। সমান ম্যাচে গ্রুপের অপর দুই দল ডেনমার্ক ও পোল্যান্ডের ভান্ডার এখনো শূন্য।
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই গোল পায় ডেনমার্ক। আমেলিয়া ভ্যাগসগার্ড গোল করে ডেনিশদের এগিয়ে নেন। চেষ্টা করে জার্মানি প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি। অবশেষ পেনাল্টি তাদেরকে ম্যাচে ফেরার ব্যবস্থা করে দেয়। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জয়সূচক গোলের জন্য। ১০ মিনিটে পরেই লি স্কুলার করেন মূল্যবান এ গোলটি।
১৯৮৯ সালে জার্মানি প্রথমবারের মতো ইউরো শিরোপা জয় করে। তারপর থেকে দলটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে। গত দুই টুর্নামেন্টে ব্যতিক্রম হলেও এর আগে টানা ছয়বার শিরোপা জয় করেছে। সব মিলিয়ে তাদের শিরোপা জয়ের সংখ্যা আট। সর্বশেষ জার্মানি গত আসরে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















