ইংলিশ ফুটবলের দ্বিতীয়স্তর ‘চ্যাম্পিয়নশিপে’ টানা দুই ম্যাচ হারলো হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটি থেকে শেফিল্ডে ধারে খেলতে যাওয়া হামজা এই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন। গুরুত্বপূর্ণ কিছু সেভও করেছেন। কিন্তু নিজেদের মাঠ ব্রামল লেনে সফরকারী মিলওয়ালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে শেফিল্ড। নেমে গেছে টেবিলের তিন নাম্বারে।
ম্যাচের ২১তম মিনিটে সফরকারীদের পক্ষে একমাত্র গোলটি করেন জশ কোবার্ন। হামজার মতো জশ কোবার্নও ধারে চ্যাাম্পিয়নশিপে খেলছেন। মিডলসব্রোহ থেকে মিলওয়ালের জার্সিতে খেলছেন ২২ বছর বয়সি এই ফরোয়ার্ড।