টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, শীর্ষে ইকুয়েডর

অলিম্পিক বাছাই

অলিম্পিক বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ব্রাজিল। শুক্রবারের ম্যাচে ২-০ গোলে কলাম্বিয়াকে হারিয়েছে সেলেসাওরা।

এই জয়ে ‘এ’ গ্রুপের খেলায় দুই ম্যাচের দুটোতেই জয় পেল ব্রাজিল। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইকুয়েডর। শুক্রবার অন্য এক ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে।

কলাম্বিয়ার বিপক্ষে উভয়ার্ধে একটা করে গোলের দেখা পায় ব্রাজিল। এনড্রিক ২৫ মিনিটে প্রথম গোলটি করেন। ৮৩ মিনিটে কেনেডি দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। টুর্নামেন্টে এনড্রিকের এটি দ্বিতীয় গোল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তার গোলেই বলিভিয়াকে হারিয়েছিল ব্রাজিল।

বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি দল গ্রুপে চারটি করে ম্যাচ খেলবে।  প্রতি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে উঠবে। সেখানে চার দলের মধ্যে খেলা শেষে শীর্ষ দুই দল প্যারিস অলিম্পিকের টিকেট পাবে। গ্রুপের পরবর্তী দুই ম্যাচে ইকুয়েডর ও ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

আর্জেন্টিনা খেলছে ‘বি’ গ্রুপে। তারা দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে প্যারাগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর্জেন্টিনা ৩০ তারিখ চিলির এবং ২ ফেব্রুয়ারি উরুগুয়ের মুখোমুখি হবে।

Exit mobile version