ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শতভাগ জয় ধরে রেখেছে। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা এভারটনকে ২-১ গোলে হারিয়েছে। রায়ান গ্রাবেনবার্খ ও হুগো ইকিটিকে গোল করেন। এভারটনের হয়ে ব্যবধান কমান ইদরিসা গুয়ে।
পাঁচ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ১৫।স্বাভাবিকভাবে শীর্ষে তারা। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে টটেনহাম হস্পার। ৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে তৃতীয় স্থানে।৫ ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে এভারটন রয়েছে অষ্টম স্থানে।
অন্য ম্যাচ থেকে লিভারপুলের এ ম্যাচটি ছিল ব্যতিক্রম। মৌসুমে তারা ছয় ম্যাচের তিনটিতে শেষ মুহুর্তের গোলে জয় পেয়েছে। কিন্তু এ ম্যাচে তারা প্রথমার্ধেই জয়ের কাজটি শেষ করে ফলে। ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগেই জোড়া গোল পেয়ে যায় তারা। রায়ান গ্রাবেনবার্খ দশম মিনিটে ও হুগো ইকিটিকে ২৯ মিনিটে গোল করেন। এভারটন ৫৮ মিনিটে ব্যবধান কমায়।
গ্রাবেনবার্খের করা গোলটির রূপকার ছিলেন মোহাম্মদ সালাহ। ডানদিক থেকে পেনাল্টি বক্সে বললে গ্রাবেনবার্খ গোল করেন। গত মৌসুমে গোল না পাওয়া গ্রাবেনবার্খের এটা এ মৌসুমে দ্বিতীয় গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















