ফ্রান্স ছাড়ার আগে দেশটির ঘরোয়া ফুটবলে নজরকাড়া নৈপূণ্য দেখিয়ে টানা ৫মবারের মতো বর্ষসেরা পুরস্কার জিতলেন কিলিয়ান এমবাপ্পে। লিগে ২৭টিসহ এই মৌসুমে তার গোলসংখ্যা ৪৪। গতকাল সোমবার এমবাপ্পের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
লিগে ১৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিল এর কানাডিয়ান ফুটবলার জনাথন ডেভিড। সব মিলিয়ে উজ্জ্বলতায় এমবাপ্পের ধারেকাছেও নেই কেউ। ফলে মৌসুম শেষ হওয়ার আগেই জীবন্ত এই কিংবদন্তীর হাতে তুলে দেয়া ফ্রান্সের বর্ষসেরা এই পুরস্কার।
পিএসজি’র জার্সিতে এই নিয়ে ৭ মৌসুম খেললেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে টানা ৫ মৌসুমই হলেন ফ্রান্সের বর্ষসেরা হলেন ২০১৮ বিশ্বকাপ জেতা এই ফুটবলার।
ফ্রান্সের লিগ ওয়ানে গত রোববার তুলজের মাঠে পিএসিজি’র জার্সিতে শেষ ম্যাচ খেলেন এমবাপ্পে। ম্যাচে গোল পেলেও দলকে জেতাতে পারেননি। তার দল হেরেছে ৩-১ গোলে।
এদিকে আগামী ১৫ ও ১৯ মে যথাক্রমে নিস ও মেটজের বিপক্ষে লিগ ওয়ানে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে পিএসজি। আর ২৫ মে ফ্রান্স কাপের ফাইনালে পিএসজি’র প্রতিপক্ষ লিও।
লিগের শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় এমবাপ্পের খেলার প্রয়োজও নেই এই দুই ম্যাচে। কিন্তু ফ্রান্স কাপের ফাইনালে এমবাপ্পেকে খেলাতে চান পিএসজি কোচ এনরিক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















