টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরি জশ ইংলিসের

স্কটল্যান্ডের মাটিতে চলছে দুই অসম শক্তির টি-টোয়েন্টি সিরিজ। সেখানে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক স্কটল্যান্ড প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭০ রানের বড় ব্যবধানে হেরেছে। এর মধ্যেও আলোচনায় অজি ব্যাটার জশ ইংলিস। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে নাম নামের পাশে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

৪৩ বলে সেঞ্চুরি করা জশ ইংলিস পরের ছয় বলে করেছেন মাত্র তিন রান। অর্থাৎ আউট হওয়ার সময় তার নামের পাশে ছিলো ৪৯ বলে ১০৩ রান। এর আগে অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম সেঞ্চুরিতেও ছিলো জশ ইংলিসের নাম। সেটি অবশ্য ছিলো যৌথভাবে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যারোন ফিঞ্চ ও ২০২৩ সালে ভারতের বিপক্ষে ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল ৪৭ বলে তিন অঙ্কের দেখা পান।

শুক্রবার এডিনবরায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১১ ও ২৩ রানে যথাক্রমে ট্রাভিস হেড ও জ্যাস ফ্রেজারকে আউট হরে প্রাথমিক সাফল্য পায় স্কটল্যান্ড। এর মধ্যে ট্রাভিস হেড গোল্ডেন ডাকের শিকার হন। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়ার হাল ধরার পাশাপাশি ব্যাটে ঝড় তোলেন জশ ইংলিস।

মূলত তার ব্যাটিং ঝড়ে উড়ে গেছে স্কটিশ বোলাররা। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার চার উইকেটে করা ১৯৬ রানের জবাবে স্কটল্যান্ড ১৬ ওভার চার বলে ১২৬ রানেই অলআউট হয়ে গেছে।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।

Exit mobile version