সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু এরিক টেন হাগের পরিবর্তে রুদ ফন নিস্তেলরয় দায়িত্ব নিতে সব কিছু যেনো ভোজবাজির মতো বদলে গেলো। হারিয়ে ফেলা গোলের পথটাও চিনে ফেললো। বুধবার রাতে সে প্রমাণই দিয়েছে দলটি। ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডে গোল বন্যায় ভাসিয়েছে লেস্টার সিটিকে। ৫-২ গোলে জয় পেয়েছে দলটি।
ম্যাচে কাসেমিরো করেছেন জোড়া গোল। সমান সংখ্যক গোল ব্রুনো ফার্নান্দেজের। তাদের সঙ্গে স্কোরশিটে নাম লিখিয়েছেন আলেহান্দ্রো গারনাচো।
রুদ ফন নিস্তেলরয়রুই দায়ীত্ব নিয়েই দলকে উজ্জ্বীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম ম্যাচে তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। খেলোয়াড়রা তাকে হতাশ করেনি। মাত্র এক ঘন্টার মধ্যে ম্যানইউ এই পাঁচ গোল করে।
কাসেমিরো ১৫ মিনিটে প্রথম গোল করার পর গারনাচা দ্বিগুন করেন। ৩৬ মিনিটে ফার্নান্দেজ দলের হয়ে তৃতীয় গোল করেন। কাসেমিরো ৩৯ মিনিটে চতুর্থ গোল করার পর ৫৯ মিনিটে ম্যানইউ তাদের পঞ্চম গোল পায়।
লস্টার তাদের দুই গোল পায় প্রথমার্ধে।
এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানইউ। ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহাম হস্পার।