ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বাক্ষরিত একটি জার্সি উপহার দিয়েছেন। কানাডায় গ্রুপ সেভেন শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্পকে এই জার্সি উপহার দেওয়া হয়।
পুর্তগীজ নাগরিক কস্তা ২০২৪ সাল থকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত সোমবার তিনি আলবার্টায় আসেন। একই দিন তিনি ট্রাম্পকে জার্সিটি হস্তান্তর করেন।
ট্রাম্পকে উদ্দেশে করে জার্সিটিতে লেখা ছিল: প্রেসিডেন্ট ট্রাম্প, শান্তির জন্য খেলছেন।
জার্সিটি উপহার দেওয়ার সময় পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট জার্সিটিতে লেখা বক্তব্য ট্রাম্পকে পড়ে শোনান। এ সময় ৭৯ বছর বয়সী ট্রাম্প জার্সিটি দুই হাতে উঁচু করে ধরে বলেন, ’ আমার এটা পছন্দ করি, শান্তির জন্য খেলছি।’
