ঘরের ছেলে ঘরে ফিরছে প্রতিপক্ষ হয়ে!

ট্রেন্ট

ট্রেন্ট

ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ডের ফুটবল জীবনের সবচেয়ে বড় আবেগঘন রাত হতে যাচ্ছে আজ। দুই দশকের বেশি সময় লিভারপুলের হয়ে খেলেছেন ট্রেন্ট, সেখানেই বেড়ে ওঠা। সেই অ্যানফিল্ডেই এবার ফিরছেন প্রতিপক্ষের জার্সিতে। রিয়াল মাদ্রিদের রঙে রাঙানো এই প্রত্যাবর্তন ঘিরে ইংল্যান্ডজুড়ে এখন আলোচনার ঝড়। আজ রাত ২টায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।

লিভারপুলে এসে পুরোনো ক্লাবের প্রয়াত তারকা দিয়েগো জোতাকে শ্রদ্ধা জানাতে ভোলেননি ট্রেন্ট। রিয়ালের কোচ জাবি আলোনসো, ডিফেন্ডার ডি হুইজসেন ও ক্লাব ডিরেক্টর এমিলিও বুত্রাগুয়েনোকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পাশাপাশি সাবেক সতীর্থ জোতার উদ্দেশে একটি আবেগঘন চিঠি লেখেন ট্রেন্ট। সেখানে তিনি লিখেছেন, “দিয়েগো, তোমাকে মিস করলেও সবাই তোমায় ভালোবাসে। তুমি ও আন্দ্রের স্মৃতি চিরদিন বেঁচে থাকবে। যখনই তোমার কথা মনে পড়ে, সুখ–দুঃখ মিশ্র অনুভূতি কাজ করে।”

তবে অ্যানফিল্ডে এই ফিরে আসা ট্রেন্টের জন্য সহজ নয়। লিভারপুলের হয়ে তাঁর শেষ সময়টা ছিল বিতর্ক ও সমর্থকদের তিক্ত প্রতিক্রিয়ায় ভরা। আজকের ম্যাচে গ্যালারি থেকে কেমন অভ্যর্থনা পাবেন তিনি, তা নিয়েই কৌতূহল তুঙ্গে। রিয়াল কোচ জাবি আলোনসোও বিষয়টি নিয়ে সতর্ক। নিজেও একসময় লিভারপুলের হয়ে খেলা এই স্প্যানিশ কোচ বলেন, “আমরা এই বিষয়ে আলাদা করে কথা বলিনি, তবে দলের দিকেই মনোযোগ দিয়েছি। ট্রেন্টের নিজস্ব ইতিহাস আছে, কারণ এই শহরেই সে জন্মেছে, বেড়ে উঠেছে। একাডেমি থেকে উঠে এসে দলের চ্যাম্পিয়ন্স লিগ জয় সবই তার সাফল্যের অংশ। তাই তার এই ফিরে আসাটা আবেগঘনই হবে।”

লিভারপুলের বিপক্ষে তাকে একাদশে দেখা যাবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি আলোনসো। তবে ‘সম্ভাবনা আছে’ বলে ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছেন, ক্লাবের পক্ষ থেকে ট্রেন্টের জন্য থাকবে উষ্ণ অভ্যর্থনা। তিনি বলেন, “ফুটবলার ও মানুষ হিসেবে ট্রেন্টের সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি আছে। গত মৌসুমে সে আমার সহ–অধিনায়ক ছিল। তার ইতিবাচক মানসিকতা ও পেশাদারিত্ব আমি জানি।”

তবে দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেখাবেন, সে বিষয়ে নিশ্চিত নন স্লট, “আমরা আমাদের পক্ষ থেকে উষ্ণতা দেখাব, তবে গ্যালারির প্রতিক্রিয়া কেমন হবে, বলা মুশকিল।”

Exit mobile version