ডার্বিতে হারের পর রাশফোর্ডের জন্মদিনের পার্টি অগ্রহণযোগ্য বলে মন্তব্য ম্যান ইউ কোচ টেন হ্যাগের

রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে ৩-০ গোলে পরাজিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হারের রাতে নিজের ২৬তম জন্মদিন উদযাপন করেছিলেন মার্কাস রাশফোর্ড। এই নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন এই ইউনাইটেড ফরোয়ার্ড। হারের কয়েক ঘন্টা পরে রাশফোর্ডের জন্মদিন উদযাপন করাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এরিক টেন হ্যাগ। তবে এই কর্মকান্ডের পর রাশফোর্ড ক্ষমা প্রার্থনা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার টেন হ্যাগ বলেছেন, “আমি এটি সম্পর্কে সচেতন এবং আমি তার সাথে এটি সম্পর্কে কথা বলেছি”। তিনি আরো বলেছেন, “আমি তাঁকে বলেছি যে এটা অগ্রহণযোগ্য। এই ঘটনায় সে ক্ষমা চেয়েছে এবং এই ব্যাপারের আলোচনা এখানেই শেষ” ।

জানা গিয়েছে রবিবার রাতের পার্টিটি পূর্বপরিকল্পিত ছিলো এবং পরবর্তী দিন ঠিক সময়েই প্রশিক্ষন মাঠে পৌছেছিলেন রেড ডেভিলদের এই তরুন খেলোয়াড়। হারের রাতে এমন কর্মকান্ডের কারণে রাশফোর্ডকে জরিমানা করা হয়েছে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি টেন হ্যাগ।

তবে রাশফোর্ডকে এবারই প্রথম তিরস্কার করেননি ম্যান ইউনাইটেড বস। এর আগে গত বছরের শুরুতে একটি টিম মিটিংয়ে দেরি হওয়ায় প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসের বিপক্ষে তাঁকে শুরুর একাদশে না রেখে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিলো। তবে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচজয়ী গোল করেছিলেন এই তারকা খেলোয়াড়।

Exit mobile version