ডিজিটাল প্লাটফর্মের জন্যেও বাজেট বরাদ্ধের বিষয়ে ভাবছে বাফুফে!

দেশের ফুটবলে ‘অভূতপূর্ব উন্নয়নের’ দাবির সঙ্গে এবার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠের খেলায় যতটা না, তার চেয়ে বেশি নজর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে, ফেসবুকে ভিউ ও কার্যক্রম বাড়ানোর জন্য নিয়মিত বাজেট ধরা হবে।

ফেডারেশনের এক সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে তিন মাস আগে একটি প্রতিষ্ঠানকে ফেসবুক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সময় প্রতি মাসে প্রায় ১ হাজার ৩০০ ডলার আয় হয়েছে, যা বাফুফের কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। তাই এবার আরও বড় আকারে ফেসবুক কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে বর্তমান প্রতিষ্ঠানটি মাসে ৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেছে। বিষয়টি নিয়ে সভাপতি তাবিথ আউয়াল সভায় নির্দেশ দেন—টেন্ডারের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করতে হবে। ফেডারেশনের চিন্তা, প্রতিযোগিতামূলক টেন্ডার হলে হয়তো ৩ লাখ টাকার মধ্যেই এ কার্যক্রম করা সম্ভব। এ জন্য প্রকিউরমেন্ট কমিটিকে যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বাফুফের ফেসবুক পেজের জন্য বিভিন্ন থার্ড পার্টি কনটেন্ট তৈরি করা হবে। লক্ষ্য হলো ভিউ বাড়ানো এবং সেখান থেকে আয় করা।

যদিও কিছু সিনিয়র কর্মকর্তা মনে করেন, মাঠে খেলার মান ভালো হলেই ভিউ ও আগ্রহ বাড়বে। কিন্তু ফেডারেশনের অন্য অংশ জোর দিচ্ছে—ফেসবুকের মাধ্যমেই বড় দর্শক-আকর্ষণ ও আর্থিক সুবিধা আনার ওপর।ষ অর্থাৎ, মাঠের সাফল্যের পাশাপাশি এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও ‘খেলা’ জমাতে চায় বাফুফে।

Exit mobile version