ইতিহাস গড়লেন মেমফিস ডিপাই!

ROTTERDAM, NETHERLANDS - SEPTEMBER 4: Memphis Depay of the Netherlands looks on during the FIFA World Cup 2026 qualifier match between Netherlands and Poland at De Kuip on September 4, 2025 in Rotterdam, Netherlands. (Photo by Rene Nijhuis/MB Media/Getty Images)

নেদারল্যান্ডস জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এবার নিজের করে নিলেন মেমফিস ডিপাই। রবিবার রাতে লিথুয়ানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ১১ মিনিটের মাথায় দুর্দান্ত এক ভলিতে দলকে এগিয়ে দেন করিন্থিয়ান্সের এই ফরোয়ার্ড। সেই সঙ্গে রবিন ফন পার্সির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক অঙ্গনে তার গোলসংখ্যা দাঁড়ায় ৫১-এ।

প্রথমার্ধে ডিপাইয়ের গোলের পর কুইন্টেন টিমবার ব্যবধান বাড়ান। তারপরেও দ্রুতই লিথুয়ানিয়া সমতায় ফেরে গভিডাস গিনেটিস ও এডভিনাস গির্ডভাইনিসের গোল থেকে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ফের ডাচদের হাতে আসে ৬৩ মিনিটে। ডেনজেল ডামফ্রিসের নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন ডিপাই। ফলে তার আন্তর্জাতিক গোল সংখ্যা বেড়ে হয় ৫২, যা ফন পার্সির চেয়ে দুই গোল বেশি।

ঐতিহাসিক মুহূর্তটি নিয়ে ডিপাই জানান, “এটা আমার জন্য গর্বের। পার্সির মতো কিংবদন্তির রেকর্ড ভাঙতে পারাটা বিশেষ কিছু। আমার পুরনো সতীর্থরা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।”

২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ডিপাই প্রথম গোল করেছিলেন ২০১৪ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যারিয়ারে তিনি খেলেছেন পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিঁও, বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদে। বর্তমানে ব্রাজিলের করিন্থিয়ান্সে নিয়মিত খেলছেন তিনি।\

Exit mobile version