দক্ষিণ এশিয়া নারী ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ অন্যতম পরাশক্তি। নারী সাফের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেলেও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ হয় না দেশের নারী ফুটবলারদের। একমাত্র লিগের দিকেই তাকিয়ে থাকতে হয় তাদের। সে লিগটাও যথাসময়ে আয়োজন হয় না। এবার সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ‘নারী ফুটবল লিগের’ ষষ্ঠ আসর।
২০২৩-২৪ মৌসুমের জন্য দু’জন করে বিদেশী খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে দলগুলো। এর আগে এই সুযোগ ছিলো না। যেহেতু দেশের নারী ফুটবল পেশাদার নয় তাই বিদেশী ফুটবলার নিবন্ধন করাতে হলে অ্যামেচার পদ্ধতিতেই করতে হবে ক্লাব গুলোকে।
২০২১-২২ মৌসুমে নারী ফুটবল লীগে ১২ টি ক্লাব অংশ নিয়েছিলো। এবার কতগুলো দল অংশ নিতে যাচ্ছে তা ১৫ নভেম্বরের পর জানা যাবে। কারণ নারী লীগে অংশ নিতে ইচ্ছুক ক্লাবগুলোকে ‘ক্লাব লাইসেন্সিং’ করতে হবে। লাইসেন্সিং এর জন্য আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে। যেসব ক্লাব নতুন তাদেরকে বাফুফে অনুকূলে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। লীগের নিয়মকানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই টাকা পরবর্তীতে ফেরত দিবে বাফুফে।
বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নারী লীগে হ্যাটট্রিক শিরোধারী। গত দুই আসরে তাদের সাথে ফাইনাল খেলেছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। এর আগে ২০১৯-২০ মৌসুমে রানার্সআপ হয়েছিলো নাসরিন স্পোর্টিং ক্লাব।
২০১১-১২ মৌসুমে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিলো ‘ওমেন্স ফুটবল লিগ’। ২০১২-১৩ মৌসুমে হয়েছিলো দ্বিতীয় আসর। কিন্তু তৃতীয় আসরের জন্য দেশের নারী ফুটবলারদের অপেক্ষা করতে দীর্ঘ সময় পর্যন্ত।
২০১৯-২০ মৌসুম থেকে পর পর তিন মৌসুম মাঠে গড়ানো লিগে শিরোপা জয় করে বসুন্ধরা কিংস। ২০২০-২১ মৌসুমে মাঠে গড়িয়েছিলো চতুর্থ লিগ। লিগের ৫ম আসর হয়েছিলো ২০২১-২২ মৌসুমে। কিন্তু ২০২২-২৩ মৌসুম বিরতি দিয়ে ২০২৩-২৪ মৌসুমে মাঠে গড়াতে যাচ্ছে ওমেন্স লীগের ষষ্ঠ আসর।