নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চমকপ্রদ এক ঘোষণার মাধ্যমে ফুটবলপ্রেমীদের অবাক করে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ‘মেসি কাপ’ নামে বিশেষ এক আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে।
মেসি বলেন, ’আমি শেষ পর্যন্ত বলতে পারছি, প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারদের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরেই মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। সেই সঙ্গে থাকবে নানা আয়োজন—এটা পরবর্তী প্রজন্মের জন্য। আশা করি, মেসি কাপ সবার ভালো লাগবে।’
মেসির নিজস্ব প্রযোজনা সংস্থা ‘৫২৫ রোজারিও’-এর উদ্যোগে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৬ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট আটটি ক্লাব। ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিওয়েল’স ওল্ড বয়েজ, আতলেতিকো মাদ্রিদ, চেলসি।
ছয় দিনব্যাপী ‘মেসি কাপ’-এ অনুষ্ঠিত হবে ১৮টি ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম ও ক্লাবটির অনুশীলন কেন্দ্রের মাঠে। দুইটি গ্রুপে চারটি করে দল প্রতিদ্বন্দ্বিাত করবে। গ্রুপপর্ব শেষে প্লে-অফ ও ফাইনাল।
‘৫২৫ রোজারিও’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এটি শুধু একটি টুর্নামেন্ট নয়—একটি ধারাবাহিক উদ্যোগ ও ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ফুটবল, সংস্কৃতি ও উদ্ভাবন একই স্রোতে মিলিত হয়েছে।’
প্রতিষ্ঠানটির সিইও টিম পাস্তোরে বলেন, ‘মেসি কাপ হলো আজকের ফুটবল ও আগামী দিনের খেলোয়াড়দের মিলনমেলা।’
মেসির এই উদ্যোগ নিশ্চয়ই ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করবে। ফুটবলবিশ্ব এখন অপেক্ষায়—মায়ামিতে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















