ইতিহাস গড়ে রেকর্ড ১৬তম বার কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আনহেল ডি মারিয়া। ফাইনালের আগেই এই ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। জাতীয় দলে তার অনুপস্থিতি নিশ্চয়ই মিস করবে আলবিসেলেস্তেরা।
সে কারণেই হয়তো তাকে আরও কিছুদিন জাতীয় দলে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে! এমনটাই ইঙ্গিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ডি মারিয়ার আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরানোর বিষয়ে স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, ‘সে একজন কিংবদন্তি, কিন্তু তাকে তার সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর সুযোগ নেই। তবে অন্তত তাকে একবার নামানো যেতে পারে, যাতে সে বিদায় নিতে পারে সমর্থকদের সামনে থেকে। কারণ সে এটাই ডিজার্ভ করে।’
তবে আর্জেন্টিনার ১১ নম্বর জার্সিতে তাকে আবারও দেখা কঠিন! কেবল স্কালোনি-তালিয়াফিকোই নন, টানা চার শিরোপা (বিশ্বকাপ, দুটি কোপা ও ফিনিলিসিমা) জেতা আর্জেন্টিনা দলের অন্য সতীর্থরাও নাকি ডি মারিয়াকে দলে ফেরানোর বিষয়ে বেশ সিরিয়াস।
আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। তবে আবারও আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়টি নিয়ে ডি মারিয়া বলেন,‘স্কালোনি জিজ্ঞেস করেছিলেন আরেকবার (মাঠে) নামব কি না?, দেশের মানুষের জন্য, যাতে তারা বিদায় জানাতে পারে।’’
তখন আমি তাকে বললাম, ‘‘আমি ব্রাজিলকে মারাকানায় হারিয়েছি, সবই জিতেছি আমি। এরপর এখানে (কোপায়) দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলাম। এখন যেভাবে বিদায় বলেছি, আমার মতে এটা সবচেয়ে সেরা পন্থা।
আমি আবারও আসার কথা জানিয়েছি, তবে খেলার জন্য নয়। শেষ পর্যন্ত এখানে লক্ষ্য পূরণ হয়েছে, বিদায় পেয়েছি (সমর্থকদের কাছ থেকে), দারুণ এক রাত।