ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোরিভাল জুনিয়র।
অবশ্য ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এর সঙ্গে ডোরিভালের কি আলোচনা হয়েছে সে ব্যাপারে এখনো সংবাদ মাধ্যমে কোনো তথ্য আসেনি। তবে ডোরিভাল যে পথে এগুচ্ছেন তাতে করে নেইমারদের দায়িত্ব নেওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।
ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পথে ডোরিভালের সামনে একটা মাত্র বাধা ছিল। আর তা হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো। এ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ডোরিভাল। এখন অবশ্য মুক্ত। গতকাল রোববার সাও পাওলোর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। সাও পাওলো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সাও পাওলো থেকে অব্যাহতি নেওয়ায় জাতীয় দলের দায়িত্ব নিতে ডোরিভালের সামনে আর কোনো বাধা থাকলো না। সিবিএফ চূড়ান্তভাবে এখনো কিছু জানায়নি। তবে গত শুক্রবার এপিকে তারা জানিয়েছিল, বরখাস্ত হওয়া কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হবেন ডোরিভাল।
সাও পাওলো অবশ্য তাদের কোচকে ছাড়তে চায়নি। তবে জাতীয় স্বার্থে ডোরিভালের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি বাতিলে সম্মত হয় তারা। এ জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ পেয়েছে ক্লাবটি। সাও পাওলো প্রেসিডেন্ট জুলিও কাসারেস বলেন, সিবিএফ ডোরিভালকে আমন্ত্রণ জানিয়েছে, যার অর্থ আমরা সঠিক পথেই আছি। আশা করছি ডোরিভাল তার পরবর্তী মিশনে সফলতার পরিচয় দেবে।
ডোরিভাল সাও পাওলোর হয়ে একের পর এক সাফল্যের দেখা পেয়েছেন। ২০২২ সালে সম্মানজনক ট্রফি কোপা লিবারতাদোরেস জয় করেছে। গত বছর প্রথমবারের মতো সাও পাওলোকে ব্রাজিলিয়ান কাপ এনে দেন।