ড্রতে নক আউট নিশ্চিত হবে রিয়ালের

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

লা লিগাতে একটু পিছিয়ে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে লস ব্লাঙ্কোসরা আজ চতুর্থ ম্যাচে মাঠে নামছে। নিজেদের মাঠের খেলায় পর্তুগীজ ক্লাব ব্রাগা তাদের প্রতিপক্ষ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের নক আউট নিশ্চিত করতে এক পয়েন্ট প্রয়োজন। অন্যদিকে ব্রাগার সামনের পথটা বেশ কঠিন। নক আউটের সম্ভাবনা টিকিয়ে রাখতে তাদের জয় বড্ড বেশি দরকার। জয় ভিন্ন অন্য যে কোনো ফল তাদের সামনের পথটা বেশ কঠিন করে দেবে।

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের আগের তিন ম্যাচেই জয় পেয়েছে। লিগের ছয় ম্যাচে অপরাজিত। ফলে টানা নবম ম্যাচ অপরাজিত থাকার হাতছানি তাদের সামনে। মৌসুমে একটা মাত্র ম্যাচে হেরেছে লস ব্লাঙ্কোসরা। লিগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। এ সময়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও তাদের সামনে পাত্তা পায়নি। নিজেদের মাঠে নয় অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছে তারা।

এমন সাফল্য সত্ত্বেও একটু যে উদ্বেগ নেয় তা নয়। সর্বশেষ লিগ ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে। একের পর এক আক্রমণ করেও রায়োর জালে বল পাঠাতে পারেনি। রায়োর পোস্ট লক্ষ্য করে ২২ শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। যা তাদেরকে বেশ হতাশায় ফেলেছে। ফলে এ ম্যাচের জয় দিয়ে তারা আবার জয়ের ট্র্যাকে ফিরতে চাইবে এটাই স্বাভাবিক।

এসসি ব্রাগাও পর্তুগীজ লিগে ভালো সময় পার করছে। লিগে চতুর্থ স্থানে দলটি। ১০ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ তাদের। ছয় ম্যাচে জয় এবং বাকি চার ম্যাচের দুটোতে ড্র, দুটোতে হার। শেষ ম্যাচে তো গোলের অনুশীলনটা ভালোভাবেই সেরে নিয়েছে। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ৬-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে। জয়ের এই ধারাবাহিকতা এ ম্যাচেও তারা ধরে রাখতে চায়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলকে হারিয়ে নক আউটের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে চায় পর্তুগীজ ক্লাব ব্রাগা।

Exit mobile version