ড্রতে শুরু ভ্যালেন্সিয়ার লিগ মৌসুম

লা লিগা

বল দখলের লড়াই

লা লিগায় নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি ভ্যালেন্সিয়ার। রোববার নিজেদের মাঠে অনুষ্ঠিত লিগের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

উভয় দল যখন গোল করার জন্য মরিয়া হয়ে লড়েছে তখন মাত্র তিন মিনিটের ব্যবধানে তারা গোলের দেখা পায়। দিয়াগো লোপেজ ৫৭ মিনিটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেওয়ার পর ৬০ মিনিটের সময় সমতাসূচক গোল পায় রিয়াল সোসিয়েদাদ। তাকেফুসা কুবো করেন গোলটি। এ গোলের মাঝ দিয়ে এ জাপানি তারকা সব মিলিয়ে ১৬ ম্যাচের গোল খরা কাটালেন।

দুর্ভাগ্য ভ্যালেন্সিয়ার। জয় নিয়েই তারা মাঠ ছাড়তে পারতো। বিশেষ করে শেষ তিন মিনিটে তারা ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।

পয়েন্ট ভাগাভাগি উভয় দলের জন্য স্বস্তিদায়ক বলা যায়। কেননা গত মৌসুমে পয়েন্ট টেবিলে তাদের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কেউ কাউকে পেছনে ফেলতে পারেনি। উভয় দল ৪৬ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল। তবে গোল পার্থক্যের কারণে এগিয়ে ছিল সোসিয়েদাদ,ব্যবধান ছিল মাত্র এক গোল।

শনিবার থেকে শুরু হয়েছে নতুন মৌসুমের লা লিগা। প্রথম দিনেই মাঠে নেমেছিল বার্সেলোনা। তারা শুভ সূচনা করেছে। একাধিক দলের সমান তিন পয়েন্ট পেলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ এখনো তাদের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে।

Exit mobile version