টানা বৃষ্টির কারণে মাঠ ছিল কর্দমাক্ত, গোড়ালি সমান পানিতে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার খেলোয়াড়দের খেলতে বাধ্য হতে হয়। এমনই কঠিন অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। পয়েন্ট হারানোর পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠের অবস্থাকেই দায়ী করেন।
আজ শুক্রবার (১১ অক্টোবর) ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এটা খুব কঠিন ছিল। মাঠের কারণে ম্যাচগুলো কুৎসিত হয়ে যায়। আমরা দুটি পাসও ঠিকমতো খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি, তবে এভাবে খেলা খুব কঠিন।’ মেসির মতে, মাঠের খারাপ অবস্থা তাদের স্বাভাবিক খেলায় বাধা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা ড্র করেছি কারণ যা করতে চেয়েছি, মাঠের কারণে তা সম্ভব হয়নি। আমাদের প্রস্তুতি অনুযায়ী খেলতে পারিনি।’
মেসি আরও যোগ করেন, ‘আমরা পেছনের দিকে পাস খেলেও খুব বেশি ঝুঁকি নিতে পারিনি। পানির কারণে বল নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়ায়। এমন মাঠে ফুটবল খেলার ন্যূনতম শর্তও পূরণ হয়নি।’ তার মতে, এমন মাঠে খেলাটা ছিল অসম্ভব, আর তাদের সব প্রচেষ্টা মাঠের অবস্থার কারণে সীমাবদ্ধ ছিল।
অক্টোবর উইন্ডোতে আর্জেন্টিনা তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।